নগরীর পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড এসআরবি রেল গেইটের বস্তিতে শনিবার ভোররাতের এ আগুনে কোন হতাহত না থাকলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, এসআরবি রেল গেইটের বস্তিতে ভোর ৪টা ২০ মিনিটে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে ওই বস্তির বিভিন্ন মালিকের ৩৩টি কক্ষ পুড়ে গেছে।
ওই বস্তিতে কয়েকটি সারিতে এক কক্ষ বিশিষ্ট ঘরে নিম্ন আয়ের বিভিন্ন লোকজন বসবাস করতেন।
সদরঘাট থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আগুনে কেউ হতাহত না হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে আবদুল জলিল (৫৪) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি বলেন, “ওই ব্যক্তি আগেই দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগুনের ঘটনার পর তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.