চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এবালন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরাকান সড়কের পূর্ব কালুরঘাট উৎসুক জনতার ভীড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ছুটে আসেন কারাখানায় কর্মরতদের আত্মীয় স্বজনরা।
কারখানাটির কোয়ালিটি সুপার ভাইজার মো.ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সকলেই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে।
এই কারখানায় পাঁচশতাধিক শ্রমিক কাজ করেন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে বলে জানায় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্।
তিনি বলেন কারখানাটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুত করা হয়।
পৌনে পাঁচটার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে।
প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।