চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী ০২ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত মহতছম পাড়া যুব সমাজের সদস্যদের নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও মাহফিলে দেখা যায় ছোট বড় মিলেমিশে ওই আয়োজনে শরিক হন।শুক্রবার (৭ এপ্রিল) পাড়ার একটি স্থানে ওই ইফতার ও মাহফিলের আয়োজন করেন।এতে বক্তব্য রাখেন দুই নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো ইকবাল হসেন, যুব সমাজের সা: সম্পাদক – আজাদ, উপদেষ্টা -সোহাগ,আনিসসহ অন্যরা।ইফতার মাহফিলে সমাজের প্রয়াতদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়।এখানে একসঙ্গে দুইশত মানুষের ইফতার আয়োজন করেন মহতছম পাড়া যুব সমাজ। যুব সমাজের সভাপতি মো ইকবাল হোসেন বলেন প্রতি বছর যেন এই ভাবে আয়োজন করতে পারি আল্লাহ কাছে প্রর্থনা। প্রেস:-বিজ্ঞপ্তি।
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন
মহতছম পাড়া যুব সমাজের পক্ষ থেকে ইফতার মাহফিল
- বার্তা কক্ষ ::
- আপডেট সময় ০২:৫৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- ৭৫০ বার পঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ