এমনিতেই নড়বড়ে। ছোট-বড় কোন গাড়ি গেলেই কেঁপে উঠছে পুরো সেতু। সেই কালুরঘাট সেতুর মাঝ অংশে বড় একটি পণ্যবাহী ট্রাক এসে আটকে সৃষ্টি করেছে প্রায় একঘন্টার যানজট। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে দুই পারের কয়েক হাজার যাত্রীকে। এমনকি এ সময়টুকুতে আটকে ছিল এম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি যানবাহন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী টিপু চৌধুরী জানান, বোয়ালখালী থেকে শহরমুখী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেতুর দু’পাড়ে এবং দুভোর্গ পড়তে হয়েছে অনেক যাত্রীদের। বন্ধে ছিল একঘণ্টা যান চলাচল। পরে রাত সাড়ে দশটায় ট্রাকটি সড়ানো হলে ফের স্বাভাবিক হয় যান চলাচল।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালুরঘাট সেতুর উপর চট্ট মেট্রো-ট ১১-২৯০৯ নাম্বারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এ সময় দুইপাড়ে শতশত গাড়ি আটকা পড়ে। এতে ট্রাকের চালককে খুঁজে না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রায় এক ঘন্টা পর ট্রাকটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এবিষয়ে জানতে চাইলে সেতুর টোল অফিসের কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর বলেন, একটি খালি ট্রাক আটকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে গেলে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়, পরে রাত সাড়ে ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়।