কালের পত্র ডেস্ক :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, অডিটরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তার, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন বাদল, প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমূখ।