চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে আসা গরীব, অসহায়, হত দরিদ্র ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। প্রতিজনকে ১২ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
শনিবার প্রত্যাশীর পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে সকাল ১১টায় প্রত্যাশী ক্যাম্পাসে আলোচনা সভা হয়। এতে প্রত্যাশীর সভাপতি বাদল কান্তি চৌধুরীর সভাপতিত্বে মোঃ সেলিম ও সুবর্ণা সেলিমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভের ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্, বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ও প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহিউদ্দীন
সহ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রত্যাশী কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দিলারা বেগম, সহ-সভাপতি দীপক কুমার চৌধুরী, সদস্য মোঃ আলী, সৈয়দ শহীদ উদ্দীন, নাছিম হায়দার, এরিয়া ম্যানেজার খোরশেদ আলম, শাহাদাৎ হোসেন, জামালুদ্দীন, সুলভ চৌধুরী, হোসেন আহমদ, আবদুল মাবুদ, রঞ্জিত প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থী আগামীর বাংলাদেশ। এই শিক্ষার্থীরাই উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রত্যাশীর মত সংস্থা এগিয়ে আসতে হবে। তাহলে দেশের মৌলিক চাহিদা পূরণে সহযোগী হবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.