চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের একটি ২৩০ কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দক্ষিণ চট্টগ্রামে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ইফতারের পূর্বেই সঞ্চালন লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে তোলেন।হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষা পায়।হাটহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ খান জানান, পিকিং পাওয়ার প্লান্টের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রযেছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।