চট্টগ্রাম বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ফাতেহা -এ- ইয়াজদাহুম ও সৈয়দ মারূফ সৈয়দ কুতুব প্রকাশ হাওলা মামা ভাগিনার ২৮ জানুয়ারি ১৪ মাঘ অনুষ্ঠিতব্য বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার ১৫ ডিসেম্বর বাদে মাগরিব দরবারে গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল) হাওলা মামা ভাগিনা ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
দরবারে-এ গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলের পীরগদিনশিন আলহাজ্ব পীরজাদা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স নিউ প্রিয়া ফ্যাশন প্রোপ্রাইটর আলহাজ্ব এস এম সেলিম, বিশেষ অতিথি মক্কা মোকারম হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন।
উক্ত সভায় কাজী এম. এ. জলিল ও মাওলানা জামাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদুল আলম, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম, আসিফুল হক বাহার, মোহাম্মদ এমদাদ, জকুরুল আলম সারোয়ার, এস এম খালেদ সহ আরো অনেকে।
আলোচনা সভায় অতিথিরা বলেন, আল্লাহর আউলিয়ারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য হাছিল করে। তাই সকলকে তাদের আদর্শ ধারণ করা উচিত।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।