মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) কে কটূক্তির প্রতিবাদে রোববার বাদ মাগরিব আহলা দাশের দিঘী এলাকায় তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশ সহ এলাকা জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম রহিমী,সাংবাদিক মান্নান,সাংবাদিক সিরাজুল ইসলাম, মাওলানা মনজুর আলম, মাওলানা ইলিয়াস আমিরী, ইউপি সদস্য কাজী খোকন, মাওলানা মাহিন কাদেরী সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এসময় বক্তারা ভারতে মহানবী (সা.) ও হজরত মা -আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দলটির আরেক জ্যেষ্ঠ নেতা দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.