———— সৈয়দুল ইসলাম
আমরা স্বাধীন বীর বাঙালি
বিজয়ের মাস পেয়ে,
আনন্দ উল্লাসে মাতি
বিজয়ের গান গেয়ে।
রক্তে কেনা বিজয় কেতন
বাড়ায় চেতন মনে,
লালসবুজের রঙ মেখে গায়
ছুটি জনে জনে।
ফুলে ফুলে শ্রদ্ধা জানাই
শহীদ ভাইয়ের তরে,
বেঁচে আছে লাখো শহীদ
জনতার অন্তরে।
গান কবিতায় বিজয় বরণ
আনন্দের নেই শেষ,
রক্তক্ষয়ে পেয়েছি আজ
স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন দেশের রূপ বৈচিত্র
মুগ্ধ করে রোজ,
সোনার ধানে বাংলা গানে
করি সুখের খোঁজ।