খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী বাখিরাতুল উলুম হযরত মাওলানা শাহসুফি সৈয়স আব্দুল আজিজ খিতাপচরী আল মাইজভাণ্ডারী আল আজিজী রহমতুল্লাহ আলাইহির ঔরস জাত পুত্র গাউসে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজা ইউসুফ আহমদ শাহ আল চিশতী আল খিতাপচরি রহমতুল্লাহ আলাইহি এর ৪৪ তম বার্ষিক ওরস শরিফ আজিজ ভাণ্ডার দরবার শরিফে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর সোমবার ওরস শরিফে শাহজাদায়ে আজিজ ভান্ডার দরবার শরিফ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শাহিনুর আজিজ আল আজিজি আল খিতাপচরির সভাপতিত্বে ও আল-হোসাইন ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক সচিব মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরীর সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী হক কমিটির বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ নুরুল ইসলাম অডিটর।
এতে আরো উপস্থিত ছিলেন, সেলিম চৌধুরী, শায়ের আরকানুর রহমান নাঈমী, হাফেজ ইউনুছ হোসাইনী সহ অনেকে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজান করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.