চট্টগ্রাম জেলা রোভার স্কাউটস আওতাধীন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউটসের পক্ষ থেকে প্রায় একশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত বোয়ালখালী সহ চট্টগ্রামের রেলওয়ে স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হেলাল উদ্দিন,উপাধ্যক্ষ মো. মোহসীন উদ্দীন রোভার স্কাউটস লিডার হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম টিপুর দিকনির্দেশনায় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও সিনিয়র রোভার মেট সুদীপ্ত দাশ এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পূর্ণ হয়।
আল আলফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পিএলসি(বোয়ালখালী শাখার)সার্বিক সহযোগিতায় রনি বিশ্বাস, রানু মজুমদার সহ সহযোগিতায় ছিলেন রোভার আতিক,তৌহিদুল ইসলাম নোমান, ফয়সাল চৌধুরী, সালমান, ফায়াদ,সাইফুল হাসান নিরব, জারিফ ফয়সাল,মো.ইয়াছিন, আনিসুল,গার্ল ইন রোভার আয়েশা আকতার, খুশি, নওরীন সহ চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার পাভেল কাউন্সিল সভাপতি আবদুর রহমান খাঁন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.