চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গত চার বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ৪ বার ৫ম সমাবর্তন করার ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয়ের বাজেটে দেখা গেছে ভিন্ন চিত্র। বাজেট পর্যালোচনায় দেখা যায় গত পাঁচ বছরে সমাবর্তনের জন্য কোনো বরাদ্দই রাখেনি চবি কর্তৃপক্ষ।
রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হলেও সমাবর্তন খাতে এবারও নেই কোনো বরাদ্দ।
অথচ বিশ্ববিদ্যালয় দিবস, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের ২৯ জানুয়ারি, ২০২১ সালের ১৬ নভেম্বর, ২০২২ সালের ২৩ জুলাই এবং সর্বশেষ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সমাবর্তন করার ঘোষণা দিয়েছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রতিবারই তিনি একবছরের মধ্যে সমাবর্তন করার আশ্বাস দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন।
এনিয়ে গত ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন। তাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবর্তনের আক্ষেপটাও দিনদিন বাড়ছে।