“চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি” সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই। তারই রূপরেখা তৈরি করতে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংগঠনের প্রথম প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ শে অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের
সাংবাদিকদের আইকন, দৈনিক দেশ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লায়ন আবু ছালেহ্ ।
চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটির প্রধান উদ্যোক্তা লায়ন আবু ছালেহ্ বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।
এতে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংগঠনকে আরও মজবুত করতে হলে, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য,সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক দেশবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক রেজা মোহাম্মদ জামশেদ, ইতিহাস ৭১ টিভির প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,দৈনিক ইনফো বাংলা পত্রিকার সহ-সম্পাদক অমিত চক্রবর্তী, দৈনিক নিউজের সহ-সম্পাদক এম বদরুজ্জামান কামাল, ইতিহাস ৭১ টিভির নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া, স্বাধীন নিউজ পত্রিকার বার্তা সম্পাদক রবিউল হাসান, অনলাইন তালাশের সম্পাদক মো. পারভেজ আহমেদ,
দৈনিক দেশবার্তা পত্রিকার ব্যুরো চীফ মো. আনিসুর রহমান ফরহাদ,সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জুবাইর,দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম, দৈনিক বসুন্ধরা পত্রিকার ব্যুরো প্রধান ফৌজুল আজাদ চৌধুরী,দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আশরাফ উদ্দিন, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো.শফিউল আজম রুবেল, দৈনিক বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ফিরোজ খান, দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মো.নুরুল আবসার কায়সার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল হক রিপন, চাটগাঁ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়ন এস বি জীবন,নিউজ ভিশনের নির্বাহী সম্পাদক মো. শহিদুল ইসলাম, মো. সোলায়মান কাসেমী, দৈনিক তথ্য বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুর রহমান, এশিয়ান টিভি রিপোর্টার মনজুরুল ইসলাম, ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো.ইসমাইল হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার নয়নশীল, অপরাধ অনুসন্ধান পত্রিকার বিভাগীয় প্রধান হান্নান হীরা, বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার মো,ওয়াসিম,দৈনিক মাতৃভূমি পত্রিকার উপজেলা প্রতিনিধি জুবাইর বিন জিহাদী, রবিন শীল, তানভীর আহমদ, মো. আশরাফ হোসাইন, তাওহিদুল ইসলাম, ইব্রাহিম মিটু, এস এম রেজাউর রহমান, মো. মাসুম বাবুল, এম এ নাঈম, মো. ওমর ফারুক, দিদারুল আলম, মো. আব্বাস আলী (টিটু), মোহাম্মদ সারোয়ার হোসেন, মনসুর আলম মুরাদ, মো. শহিদুল ইসলাম মাসুম, মিলন বৈদ্য শুভ, তানভীর আহমদ, ওসমান গনি শাকিল, আফজাল হোসাইন, নাসির উদ্দিন মজুমদার, মো. রিপন হোসেন, মো. মনিরুল ইসলাম প্রমূখ