চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মুন্সি হাফিজুর রহমান অদ্য সকাল গ্রিন লাইফ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেনএবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মুন্সি হাফিজুর রহমান ১৯৮৮ সালের ২৮ জুন সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১০ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনের প্রতিটি স্তরে তিনি রেখেছেন যোগ্যতা, দক্ষতা,নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বাক্ষর।
দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.