বোয়ালখালী সৈয়দপুর আওলাদে রাসুল (দ:) গাউছুল আযম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমান (রহ.) প্রকাশ বাবা ভাণ্ডারী’র রিয়াজতের স্মৃতিবিজড়িত আস্তানা শরীফের খাদেম এবং হযরত সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী’র একনিষ্ঠ আশেকান শেখ জাহাঙ্গীরদৌলা মাইজভান্ডারী বৃহস্পতিবার দুপুর সাড়ে তিন টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
আজ ৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শাহজাদায়ে গাউছুল মাইজভান্ডারী ডা. ছৈয়দ মিশকাতুন নুর মাইজভাণ্ডারীর ইমামতিতে জানাজার নামাজ শেখবাড়ী সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানান তার ছেলে শেখ খাইরুল বশর জীবন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন দরবার-এ গাউছে হাওলার পীর গদীনশীন সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, আহলা দরবার শরীফের শাহজাদা মুফতি সৈয়দ মঈনুল ইসলাম জুনায়েদ, বারীয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ সাইফুল ইসলাম বারী,সাংবাদিক জয়নুল আবেদীন।—প্রেস বিজ্ঞপ্তি।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.