আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ জুন) সকালে এ বিস্ফোরণের সময় মন্দিরের ভেতরে ৩০ জনের মতো মানুষ ছিলেন। তবে বিস্ফোরণের পর তালেবান সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তা গোরনাম সিং।
তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তবে তারা লক্ষ্যস্থানে পৌঁছানোর আগেই সেগুলো বিস্ফোরিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজের ভিডিও ফুটেজে মন্দিরের এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এই মন্দিরটি কাবুলের শেষ শিখ মন্দির বলে জানিয়েছে বিবিসি।
মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে শিখ সম্প্রদায়ের অল্প কিছু লোকজন বাস করেন। গত বছর তালেবান ক্ষমতায় আসার সময় সেখানে তিনশ'টির মতো শিখ পরিবারের বসতি ছিল। তালেবান ক্ষমতায় আসার পর থেকে বহু শিখ পরিবার আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।