বিশ্ব মানবতার মুক্তির দিশারী, সারকারে দো'আলম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং উম্মুল মু'মিমীনিন মা আয়েশা সিদ্দীকা (রাদ্বিঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ শুক্রবার বা'দ জুমা আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা,জ্বি,আ)'র নির্দেশক্রমে উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক শাখা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আহলা দরবার শরীফের অসংখ্য ভক্ত-আশেকগণসহ সর্বস্তরের সুন্নীজনতা উপস্থিত ছিলেন।
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছরওয়ার জামান এর সভাপতিত্বে খিতাপচর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, স্টিলস মিল শাখার জয়নাল আবেদীন, দরপপাড়া শাখার নজির আহম্মেদ মাষ্টার, মোহাম্মদ সাইফুদ্দীন, আলহাজ্ব মুছিবুর রহমান বাবুল, মোহাম্মদ মফিজুর রহমান সওদাগর, নূরুল আলম এ্যানী, দক্ষিণ মোহরা কাজিরহাট শাখার মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ইউনুছ আহম্মেদ, শাফায়ত-উল্লাহ-খান (জনি), শওকত আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আল্লাহর হাবীব (দঃ) এর শান-মান স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহর হাবীব (দঃ) এর শানে কটুক্তি, অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া হবে না। বক্তারা আরো বলেন, পৃথিবীর যেকোনো ভূখণ্ডে শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলমানদের ধর্ম, ধর্মীয় গ্রন্থ, রাসূলাল্লাহ (দঃ) ও সাহাবায়ে কেরাম (রাদ্বিঃ), আউলিয়া কেরাম (রহঃ) এর সম্মান রক্ষার্থে কঠোর আইন অত্যাবশ্যক।
সভা থেকে সম্প্রতি আল্লাহর হাবীব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং উম্মুল মু'মিমীনিন মা আয়েশা সিদ্দীকা (রাদ্বিঃ) এর শানে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিশেষে মিলাদ-কিয়াম এবং আখেরী মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।