ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালখালীতে শুরু হয়েছে মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যাফ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। শুক্রবার সকালে বোয়ালখালী স্টেডিয়াম কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন।
বোয়ালখালী স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে এস এম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি এশিয়ার সদস্য ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, বোয়ালখালী স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম জহুর বলেন, দেশের নবীন-তরুণ-যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। এজন্য সরকার খেলাধুলায় অনেক বেশি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বাংলাদেশ বিশ্বে এখন খেলাধুলা দিয়ে অনেকটা পরিচিতি লাভ করেছি। আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়েছি। এখন তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেকটা অগ্রসর হয়েছি। খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ম্যাফের সিনিয়র ম্যানেজার এহেছানুল ইসলাম, সারোয়ার আলম, ম্যানেজার ফরহাদ মোস্তাফা, জাকির হোসেন, এজিএম বুদ্ধধর চাকমা, টুর্নামেন্টের আহ্বায়ক এ এস এম তানভীর, সদস্য সচিব টিপু চৌধুরী, ম্যানেজার পারভেজ চৌধুরী সহ বোয়ালখালী স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৩২টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মার্কেটিং ইলেভেনকে ২০ রানে পরাজিত করেছে দ্যা মাম্বাস অপারেশন
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.