চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মূফতি আব্দুর রহিম আলকাদেরী(৫৭) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
শুক্রবার (২১ জুন) সকাল ১০ টার দিকে শাহ্ মাবুদিয়া দরবার শরীফে হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী শাহী এমরান কাদেরী।
তিনি ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আলকাদেরী (র.) এর প্রধান খলিফা আল্লামা শাহসুফি মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র বড় ছেলে এবং সাজ্জাদানশীন পীর সাহেব হিসেবে হাজার হাজার মুরিদানের রাহবার ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ বহু ছাত্র, ভক্ত, মুরিদ, আশেক ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে হুজুরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় শত শত ভক্ত-অনুরক্ত,শিক্ষ- শিক্ষার্থী, ও এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এসময় সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।
শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় (লালার হাট) মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে খিতাপচর মাবুদিয়া দরবার শরীফে তাঁর পিতার কবরের পাশে দাফন করা হবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.