ক্রাইম রির্পোটার:: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন দোকানের দুই কর্মচারী প্রায় ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে। পথে হোটেল সফিনার কাছে তাদের সামনে হঠাৎ মারামারিতে জড়ায় একদল মানুষ। এতে তৈরি হওয়া জটলায় কৌশলে ওই দু’জনকে ঢোকানো হয়। এর পর মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।
৯/০৭/২০২৩ তারিখ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জন হলেন– রিয়াজউদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।
নুর এন্টারপ্রাইজের মালিক নুর মোহাম্মদ ইয়াছিন কবির জানান, তিনি একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন কেনাবেচার স্থানীয় ডিলার। দুপুরে সিটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে ৯ লাখ ৮০ হাজার টাকা দেন। পথে রয়েল টাওয়ারের সামনে মারামারির নাটক সাজিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তিনি আরও জানান, মারধরের পাশাপাশি তাঁর কর্মচারীদের ছুরিকাঘাতও করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি থানায় মামলাও করেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। শিগগির তাদের আইনে আওতায় নিয়ে আসতে পারব।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, রিয়াজউদ্দিন বাজারে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।