খাদেমুল ইসলাম :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল, শেখ রাসেল টেক্সটাইল ইন্সটিটিউট পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কামারিয়া শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল পরিদর্শন শেষে জুট মিল ক্যাম্পাসে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ শাহ আলম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমূখ।