মাহমুদা আক্তার রাইসা, মাদারগঞ্জ:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশিক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আশিক পৌরসভার বানিকুঞ্জ এলাকার জাকিরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আশিক মৃগী রোগে আক্রান্ত ছিল। সে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা আশিককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মন্জুরুল বারী তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর শামীম আহম্মেদ দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.