সোহাগ হোসেন, মাদারগঞ্জ (জামালপুর) :
জামালপুরের মাদারগঞ্জে বিসমিল্লাহ্ মাইক্রো মালিক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বালিজুড়ী সিএনজি স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ মাইক্রো পার্কিং এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ মাইক্রো মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকাবহ ১৫ আগষ্ট ও মাদক বিরোধী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক।
এসময় তিনি বলেন,১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার সপরিবারে যারা শহীদ হয়েছিলেন তাদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করছি। আর যারা ১৫ আগষ্ট ঘটিয়েছিল তাদের ঘৃণা করছি। অন্যদিকে মাদক এর বিষয়ে তিনি বলেন,মাদকের সাথে কোন আপোস নেই। এখানে অনেকেই হয়তো মাদকসেবন করেন, আপনাদের আল্লাহর দোহাই লাগে আপনারা মাদক থেকে দুরে থাকুন।
তিনি আরও বলেন- মাদকব্যবসায়ীর বিষয়ে তথ্য দিয়ে আমাকে সহযোগীতা করুন। আমি চাই আমার পিতৃতুল্য সাংসদ মির্জা আজমের সুনাম রক্ষা করতে পারি। এতে যা করা দরকার আমি করবো। আপনাদের আইননানুগ সহযোগীতার জন্য আমার দরজা সবসময় খোলা। আমি আপনাদের ওসি না, আমি আপনাদের ভাই, বন্ধু। আমি যতদিন মাদারগঞ্জ থানায় থাকবো, ততদিন আপনাদের সেবা দিয়ে সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এসময় মাদারগঞ্জ মাইক্রো মালিক সমিতির সহ-সভাপতি ওয়াজেদ আলী, সহ-সাধারণ সম্পাদক হিরা পাঠান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক স্বপণ মিয়া, কার্যকরী সদস্য মক্কা মিয়া,সামিউল, মামুন রাছেল, নাজিরসহ মাইক্রো চালক ও সিএনজি চালকবৃন্দ উপস্থিত ছিলেন।