চট্টগ্রাম প্রতিবেদক:- চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনে একটি ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে
অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ১টা পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও নিহতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল ঘুরে জানা গেছে, আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি লেদ কারখানায় রাখা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে মাতৃসদন হাসপাতালের রোগীরা বাইরে চলে আসার চেষ্টা করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গেইটে তালা লাগিয়ে তাদের বের হতে না দিলে রোগী ও তাদের স্বজনরা চিৎকার করতে থাকেন। অনেককে কান্না করতেও দেখা যায়।
হাসপাতালে আটকেপড়া কয়েকজন বলেন, ‘হাসপাতালের একদম পাশে আগুন লাগলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বের হতে দিচ্ছে না। ক্যামিকেল কারখানায় আগুন লাগার কারণে যে কোনো মুহূর্তে আগুন হাসপাতালে চলে আসতে পারে।
এক রোগীর স্বজন বলেন, ‘এখানে অনেক মুমূর্ষু রোগী রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে কেউ বের হতে পারবে না।’
অপর একজন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ গেইট তালাবদ্ধ করে দিছে কেউ যেন বের হতে না পারে। তারা কেন আমাদের বের হতে দিচ্ছে না জানি না। রোগী ও স্বজনদের কিছু হলে এর দায়ভার কে নেবে? তারা আমাদের নিরাপদ স্থানে যেতে দিচ্ছে না।’
এদিকে বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন লাগার সাথে সাথে তিনটি ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.