চট্টগ্রাম বোয়ালখালীতে মক্কা মোকাররমা ট্যুরস এণ্ড ট্রাভেলস্’র মালিকানাধীন মক্কা মদিনা হজ্জ্ব কাফেলা নামে একটি ট্রাভেল এজেন্সির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে জোটপুকুর পাড় এলাকায় তুর্কির ইস্তাম্বুল এমইউবি রিয়েল ইস্ট্যাটের পরিচালক ডা. আহমেদ ইউকসেল সিমসেক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মক্কা মোকাররমা ট্যুরস এণ্ড ট্রাভেলস্’র স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারবার-এ গাউছে হাওলার পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, বিশেষ অতিথি ছিলেন হাবিবুল্লাহ সুন্নি কমপ্লেক্সের পরিচালক এম. এ হাকিম, চেয়ারম্যান এস.এম জসিম উদ্দীন, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, জাকের হোসেন, আলহাজ্ব সেলিম, আলহাজ্ব বেলাল হোসেন, সিদ্দিক আজাদ রিহাদ সহ আরো অনেকে।
শেষে সবার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।