ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর সম্ভব্য তারিখ ও চলাচলের জন্য বিভিন্ন প্রকল্প সচক্ষে দেখতে রেলপথ সচিব চিলাহাটি পরিদর্শন করেন।
গতকাল শুক্রবার সকালে রেলের ক্রেন করে নীলফামারী থেকে রেলপথ মন্ত্রালয়ের সচিব ডাঃ হুমায়ুন কবির, জি এম অসিম কুমার তালুকদার, পি ডি আব্দুর রহিম, ডি.সি.ও নাছির উদ্দিনকে সঙ্গে নিয়ে সীমান্ত পর্যন্ত যান রেল পথ পরিদর্শন করতে। রেলপথ পরিদর্শন শেষে চিলাহাটি ফিরে রেলওয়ে রেস্ট হাউজে সাংবাদিকের সঙ্গে এক আলোচনা সভায় সচিব বলেন যে,আগামী ২০ই মার্চ ঢাকায় রেলমন্ত্রলয়ের বৈঠক হবে সেই বৈঠকে সীদ্ধান্ত হবে কবে নাগাত মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
চিলাহাটিতে নির্মানাধীন রেলের অবকাঠামো নির্মান প্রকল্পের কাজ বন্ধ,লুব লাইনের কাজ, জমি অধিগ্রহনের প্রকল্পের টাকা ও অন্যান্য প্রকল্পের কাজ বন্ধ হওয়া প্রসঙ্গে সচিব বলেন যে,খুব শ্রীগই একনেক এর বৈঠকে অনুমোদন পেলে কাজ গুলো শুরু হবে। তবে খুব তারাতারি অসমাপ্ত কাজ গুলো শুরু হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও জানান যে,সব কিছু ঠিক থাকলে ঢাকা থেকে নিউজলপাইগুড়ী মিতালী এক্সপ্রেস ট্রেন আগামী ২৬ সে মার্চ পরিক্ষা মূলক ভাবে চালু হওয়ার সম্ভাবনা আছে। এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি স্টেশন মাষ্টার,রেল ও আর.এন.বির উর্দ্ধতন কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ। পরিশেষে রেস্ট হাউসে বাংলাদেশ রেলওয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিকেলে ঢাকা ফিরে যান।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.