দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বোয়ালখালী জোটপুকুর আলহাজ্ব হাসান কমপ্লেক্সের চতুর্থ তলায় বাগে সিরিকোট তাহফিজুল কুরআন একাডেমির উদ্বোধন করা হয়েছে।০১ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় আধুনিক এ মাদ্রাসার উদ্বোধন করেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরি।
উদ্বোধন উপলক্ষে বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ হাছান কোম্পানির সভাপতিত্বে বিকালে থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা জয়নাল আবেদীন, আবু নাছের জিলানী, মহিউদ্দিন আলকাদেরি,মাহফুজুল হক,এস.এম ফখরুদ্দিন,মোজাম্মেল হক তৈয়্যবী,আমানত উল্লাহ,রেজাউল করিম সেলিম,সেলিম উদ্দিন জিহাদি, হাফেজ মোস্তাক, আব্দুর রশিদ, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, ইসকান্দর আলম দিদার,ইসমাইল সিকদার,আব্দুস সত্তার সহ গাউসিয়া কমিটি বাংলাদেশের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতাতপ নিয়ন্ত্রিত এ হেফজখানায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশের জন্য রয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি, গাড়ীর পার্কিং, নামাজের স্থান, মানসম্মত অযুখানা, হেফজখানার আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা, ৩৫ জন পুরুষ ও ৩৫ জন মহিলা শিক্ষার্থীদের পৃথক পড়ার ব্যবস্থা, মহিলা হাফেজা দ্বারা মহিলাদের পাঠদান, মানসম্মত রান্নাঘর, পর্যাপ্ত আলোক সজ্জা, আধুনিক অফিসকক্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা জন্য সিসি ক্যামেরা ব্যবস্থা রয়েছে।