অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও সারা দেশে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
মঙ্গলবার ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মত বোয়ালখালীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।
এদিকে বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের প্যারেড গ্রাউন্ডে সকালে ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মং সুই নু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম।
ফায়ার ফাইটার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌরমেয়র জহুরুল ইসলাম জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দীন, আওয়ামীলীগ নেতা মোরশেদ আলম, প্যারেড কমান্ডার লিডার হায়দার হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, ‘গতি, সেবা ও ত্যাগ এ তিনটি গুণ রয়েছে ফায়ার কর্মীদের। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। যারা মানুষের সেবায় কাজ করে তাদের মধ্যে অন্যতম ফায়ার সার্ভিস কর্মীরা।’
বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জন্য একটি এম্বুলেন্স দাবি করেন যাতে করে অগ্নিদগ্ধ রোগীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পৌছিয়ে তার জীবন বাঁচাতে পারে
ফায়ার সার্ভিস কর্মীরা ।