চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুহিউল উলুম ছুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী খানক্বাহ-এ গাউসুল আজম দস্তগীর (রহ.) সংলগ্ন এলাকায় গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের উদ্যোগে মুহিউল উলুম ছুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে মাদ্রাসার উদ্বোধন করেন গোলামানে গাউসুল আজম দস্তগীর রাহমতুল্লাহি আলাইহি সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম।
সংগঠনের দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এহছানুল হক, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দীন, মাওলানা হেলাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী নুর হোসেন, মোহাম্মদ আবু ছিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুল হক কাদেরী।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।