আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালীতে।
৭ অক্টোবর, শুক্রবার বিকেলে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শ্রীপুর মসজিদ বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সেকান্দর আলম বাবর, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন ।
তার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল মোনাজাত করা হয়।
গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.