চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক দুই মামলার আসামী মো.সেলিম প্রকাশ হক সেলিমকে (৪৪) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন বোয়ালখালী থানা পুলিশ।১৭ নভেম্বর, বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।সেলিম উপজেলার দাশের দিঘি আহলা শেখ চৌধুরী পাড়ার আজিজুল হকের ছেলে।
এর আগে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাঁশির দোকান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক ঘোরাঘুরি করা সেলিমকে আটক করে তল্লাশি করলে তার পকেটে পলিথিন মোড়ানো গোলাপি রঙের ৩৫পিস ইয়াবা ট্যাবেল পাওয়া যায় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো.ফারুক আহমদ।এব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সেলিমের বিরুদ্ধে বোয়ালখালী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত পৃথক দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.