চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ড. মুস্তাফিজুর রহমান। শনিবার (২৯ মার্চ) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সকল কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
ড. মুস্তাফিজুর রহমান হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন আমাদের অগ্রাধিকার।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.