বোয়ালখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা শুরু।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি বোয়ালখালী শাখায় আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির বোয়ালখালী শাখার অপারেশন ম্যানেজার আবু শাহাদাত মো. দায়েম। এ সময় তিনি বলেন, দুর্বল আর্থিক জ্ঞানের কারণে অনেকে আর্থিক পরিকল্পনা করতে পারেন না। এর জন্য আর্থিক সাক্ষরতা জরুরি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া মোনাজাত করেন সোশ্যাল অফিসার মো.জাহাঙ্গীর হাসান রিয়াদ। ব্যাংকার সামিরা দিলশাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, ব্যাংকার মো.সাজেদুল হক চৌধুরী, সাংবাদিক পূজন সেন ও দেবাশীষ বড়ুয়া রাজু।