বোয়ালখালীতে সাংবাদিক কে, এইচ, সামজাদের জন্মদিন পালিত
চট্টগ্রামের বোয়ালখালীতে আজকের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এইচ সামজাদের জন্মদিন পালিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বোয়ালখালী গ্রামের বাড়ীতে জন্মবার্ষিকীর কেক কেটে পালন করেন সারোয়াতলী ইউপি সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন সহ এলাকাবাসী।
এ সময় সাংবাদিক কে এইচ সামজাদকে শুভেচ্ছা জানাতে এলাকার বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক গণমাধ্যম ফেসবুক ও মোবাইলের মাধ্যমে সাংবাদিক কে, এইচ, সামজাদকে শুভেচ্ছা জানান।
এ অনুষ্ঠানে ইউপি সদস্য সহ উপস্থিত অতিথিরা দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের কল্যাণে সাংবাদিকদের জীবনবাজি নিয়ে কাজ করতে হয়। কারণ দেশের অনিয়ম ও দুর্নীতির সংবাদগুলো সাংবাদিকের জনগণের সামনে তুলে ধরেন। এতে নানা বাঁধা ও হুমকির সম্মুখীন হতে হয়।
সাংবাদিক কে এইচ সামজাদ বলেন জন্মভূমির স্বার্থেই সাংবাদিকদের এক হয়ে দেশের উন্নয়নমূলক সংবাদ প্রচার করে অবদান রাখতে হবে এবং এলাকার সুখ দুঃখে এক সাথে ভাগ করে নিবে, পাশে থাকার তিনি আশ্বাস দেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।