বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রাম বোয়ালখালীতে বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি অবৈধ দেশীয় তৈরি পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের ঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র পাওয়া যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.