চট্টগ্রাম: বোয়ালখালীতে ট্রাক উল্টে ধানের জমিতে পড়ে চালক আজিজুর রহমান (৩৮) এর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটার দিকে কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পটিয়ার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে। তিনি ২ সন্তানের জনক।স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় ট্রাকটি। ট্রাকের ভিতর চাপা পড়ে মারা যান চালক।
বোয়ালখালী থানার এসআই নুরে আলম জানান, ট্রাক উল্টে ধানের জমিতে পড়ে চালকের মৃত্যুর খবর পেয়েছি। তাকে স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে বলে জানা গেছে।
আজিজুর রহমানের প্রতিবেশী মাসুদ রানা বলেন, ভোরে আজিজ তার মিনি ট্রাক নিয়ে পটিয়ার বাড়ি থেকে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ সড়ক দিয়ে বালি আনতে যাওয়ার সময় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকরা তাকে উদ্ধার করেন। বিকেল তিনটায় ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন সুন্নিয়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.