চট্টগ্রামের বোয়ালখালী কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির ভাইস চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. জহির উদ্দিন ভুঁইয়া।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইসহাকের সঞ্চালনায় বক্তব্য সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক এস এম মো. সাহাব উদ্দীন, মো. আব্দুল আজিম, বিএনপি নেতা মো. শহীদুল্লাহ্ চৌধুরী, সমবায়ী শিবু প্রসাদ চক্রবর্তী, আবু তাহের মাস্টার, অঞ্জলি মিত্র ও নার্গিস আক্তার।
বার্ষিক হিসেব বিবরণী পাঠ করেন সমিতির পরিদর্শক আব্দুর রাজ্জাক।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. জহির উদ্দিন ভুঁইয়া বলেন, সমিতির চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সমিতির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমিতি এবং সরকারি নিয়ম অনুযায়ী সমিতির ভাইস চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী
দায়িত্ব পালন করবেন।