চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ উদ্যোগে দোয়া ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এ মাহফিলের উদ্বোধন করেন মাসুদ জামান। এতে কোরআন তেলাওয়াত করেন মো. রাহাত।
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলা যুগ্ম সদস্য সচিব ফয়সাল উদ্দিন রায়হান,
জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার মো. নাজমুস সাকীব তামিম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো. নাহিয়ান ফারুক, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি-এর কেন্দ্রীয় সচিব আবির বিন জাবেদ,
জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবায়রুল হাসান আরিফ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুমারা মিসমা, সাদ্দাম, ইরফাত ইব্রাহীম, রাইহানুল ইসলাম, তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিন, সৈয়দ ইমরান, রাকিবুল ইসলাম, ওয়াহাব মির্জা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কোনো ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্র হবে না বরং জনতার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।ভবিষ্যতের বাংলাদেশ হবে শুধুমাত্র জনগণের।
মাহফিলে ২৪ জুলাই অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদ ভাইবোনদের রুহের মাগফিরাত কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.