চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিটটি চালু করা হয়েছে।রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন বলেন, ‘আমরা চাইছি স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।সবাই সম্মিলিত প্রচেষ্টা যদি করি আমরা স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।
এতে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন বোয়ালখালীতে প্রথম ব্লাড ট্রান্সফিউশন ইউনিট চালু করা হয়েছেএখন থেকে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, স্ক্রিনিং সহ রক্ত পরিসঞ্চালন এর সকল ব্যবস্থা করা হয়েছে। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রথম সরকারি বা বেসরকারিভাবে রক্ত পরিসঞ্চালন ইউনিট চালু হলো। এর আগে এই কাজে রোগীদের সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপায় ছিলো না। এখন থেকে রক্তরোগের রোগী যাদের রক্ত পরিসঞ্চালন প্রয়োজন তারা ডাক্তারের পরামর্শ থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন করা যাবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম
ব্লাড ট্রান্সফিউশন ইউনিট উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে আয়োজিত মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।