বোয়ালখালীতে আগুনে পুড়েগেছে ৭টি বসত ঘর। শুক্রবার উপজেলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আকুবদন্ডী গ্রামের শেখ সিফাহীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বেড়ার ঘর পুড়েগেছে এবং ২টি পাকাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানান,আব্দুল হান্নান,সোনামিয়া,ইসমাইল, টিটু মিয়া,আবু তাহের,মোহাম্মদ সৈয়দ,বাবুল,আজাদ,আলমগীর, সরোয়ার, লোকমানের ঘর আগুনে পুড়ে গেছে।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
৬নং পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জসিম উদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনা স্থল পরিদর্শন করে বলেন সিফাহীর বাড়ির যাদের ঘর পুড়ে গেছে তারা অতন্ত্য গরীব তাদের এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য আমার ইউনিয়নের ধর্ণাঢ্য ব্যক্তি,উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদকে এগিয়ে আসার আহবান জানান।
ক্ষতিগ্রস্ত লোকমান জানান টিটুর নগদ ৫০ হাজার,হান্নানের ৪০ হাজার টাকা পুড়ে গেছে।এতে আমাদের প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.