আমরিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মনছুর আলম পাপ্পী ও মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (১৬ নভেম্বর) হাজী মোঃ আলমের পক্ষে চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেন মাওয়া গ্রুপের ম্যানেজার মোহাম্মদ মফিজুল ইসলাম।
আসামিরা হলো, এম. হাসান বিল্ডার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান প্রকাশ আল নাহিয়ান বিন হাসান। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের পিছনে আম্বিয়া সেলিম ভবনের বাসিন্দা। অপর আসামীরা হলো, সরোয়ার উদ্দিন জুমা, হোসাইন অভি, মোঃ হাকিব নয়ন, কামরুজ্জামান রনি, রুবাইয়াত এইচ অনিক ও শরীফ সিদ্দিকী।
মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক), ২৯(১), ৩৫(১) ধারায় অভিযোগ করা হয়।
মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া শুনানির জন্য আগামী বছরের ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
বাদি পক্ষের আইনজীবীরা জানান, ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আসামিদের মধ্যে ১নং আসামি মোহাম্মদ হাসান প্রকাশ আল নাহিয়ান ও বাকি আসামিরা গত ৫ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে তাদের ব্যবহৃত ফেইসবুক পেইজ থেকে ব্যবসায়ী হাজী মোঃ আলম ও আমরিন এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ মনছুর আলম পাপ্পীর বিরুদ্ধে নানা রকম অসত্য, আক্রমনাত্বক, মানহানিকর, বিদ্বেষপুর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে আসছিল।
মামলায় উল্লেখ করা হয়, অভিযোগকারী প্রতিষ্ঠানের দুই কর্নধার যথাক্রমে-আমরিন এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ মনছুর আলম পাপ্পী ও মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ আলম দেশের বিশিষ্ট ব্যবসায়ী আয়কর দাতা এবং দানবীর হন। তাঁরা দেশের অর্থ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমন্ডলে অত্যন্ত সুপরিচিত, স্বনামধন্য ব্যক্তিত্ব। চট্টগ্রাম নগরীসহ তাদের নিজ এলাকা বোয়ালখালীতে বহু ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান নিজ অর্থ ব্যয়ে পরিচালিত হয়। এলাকার অনেক গরীব ও অভাবগ্রস্থ ব্যক্তি তাদের নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। অভিযোগকারীর মালিকগণের উপরোক্ত সমাজ হিতৈষী কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে উপরোক্ত আসামিরা তাদের আই.ডি থেকে অভিযোগকারীর মালিকগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মানহানীকর বক্তব্য সমূহ পোষ্ট করেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।