কালেরপত্র ডেষ্ক :
চলতি বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে সমাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার শিরোনাম হয়েছে টিকটক। ২০১৬ সালের সেপ্টেম্বরে চীনের ঝাং ইয়েমিংয়ের হাত ধরে সামাজিক বিনোদন মাধ্যম হিসেবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে এই মোবাইল অ্যাপটি। ২০২০ সালে বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়ায় আবারো আলোচনায় এই টিকটক।
ফেসবুক, হোয়াটস অ্যাপ ও বিভিন্ন মেসেজিং অ্যাপকে পেছনে ফেলেছে ২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক অ্যাপ। ডিজিটাল বিশ্লেষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি দিয়েছে এমন তথ্য।
প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া ৫টি অ্যাপের ৪টি ফেসবুকের তৈরি। তবে সবগুলোকে টপকে সবার উপরে জায়গা করে নিয়েছে চিনা অ্যাপ টিকটক। ২০১৮ সালের পর এই প্রথম ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপের জায়গা হারালো ফেসবুক।
এ বছর ডাউনলোড সেরা ৫ অ্যাপের মধ্যে বাকি ৪টি হলো ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
পশ্চিমা দেশগুলোতে টিকটকসহ চিনা অ্যাপবিরোধী প্রচারণা তুঙ্গে। এমনকি সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ নিষিদ্ধের চেষ্টাও করেন। এরপরও দিন দিন টিকটকের জোয়ারে ভাসছে বিভিন্ন বয়সী মানুষ।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।