চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের গৃহহীন মো. আরিফকে ঘর করে দিয়েছেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.শাহদাত হোসেন।
তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ঘর উপহার হিসেবে দিয়েছেন মো. আরিফকে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক সেকান্দর আলম বাবর।
শাহদাত হোসেন জানান, যুবলীগ মানুষের কল্যাণে কাজ করে। যুবলীগের কর্মী হয়ে নিজস্ব অর্থায়নে ঘরটি নির্মাণ করে দিয়েছি।
নবনির্মিত ঘর পেয়ে আরিফ বলেন, শাহদাত ভাইয়ের ঘর উপহার দেওয়ায় আমি খুশি। দোয়া করি তার জন্য।
এর আগে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন অতিথিবৃন্দ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলতাফ হোসেন, যুবলীগ নেতা মো. পারভেজ, মো. গিয়াসু, মো. সুমন, মো. মামুন, বদিউল আলম, মো. সুফিয়ান, মো. রাশেদ, মো. মাসুম, মো. মিজান, মো. বাদশা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুস আজম খোকন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.