সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন।
আগামীকাল ২৬এপ্রিল সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন।
উদ্বোধনের পরপরই বোয়ালখালী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত ৪৫টি ঘরের মধ্যে জৈষ্ঠ্যপুরায় নির্মিত ৭টি ঘরের চাবি হস্তান্তর করা হবে।
কড়লডেঙ্গা পাহাড়ে নির্মিত বাকী ঘরগুলো ঈদের পরপরই কাজ সম্পূর্ণ হলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
বোয়ালখালী উপজেলা প্রশাসনের কর্তৃক আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কনফারেন্স যুক্ত থাকবেন।
বোয়ালখালীতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি থাকবেন- উপজেলা দুই ভাইচ চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার বলেন, ৩য় পর্য়াযে বোয়ালখালীতে ৬০টি ঘরের জন্য আবেদন করা হয়েছে। ৪৫টি অনুমোদন পেয়েছি। তারমধ্যে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কাজ সম্পূর্ণ হওয়া ৭টি ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে এবং বাকীগুলো ঈদের পরপরই ঘরের কাজ শেষ হলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। তিনি আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ই-মেইল:
[email protected],
[email protected]
প্রথম
তলা, হোল্ডিং নং# ১৩৮১ (হাজী মার্কেটের পাশে) খন্দকার বাড়ির মোর,ঢাকা-১২১২,বাংলাদেশ।