বোয়ালখালী প্রতিনিধি:-বোয়ালখালীতে সেচ্ছাসেবী সংগঠন পূর্বাশার আলো,র উদ্যোগে ইফতার মাহফিল ও সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) উপজেলা বিআরডিবি অডিটোরিয়ামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর সভাপতিত্বে ও সম্পাদক ইয়াছিন চৌধুরী,র সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ নবী হোসেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি দিদারুল আলম, দক্ষিণজেলার সভাপতি মুহাম্মদ সেলিম, সম্পাদক শাহা আলম সিকদার প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, এডভোকেট শফিউল আলম, ডাক্তার সাইফুল ইসলাম, ইকরামুল হক মুন্না,
সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, এস,এম নাঈম উদ্দিন, মাহবুবুল আলম, মঈন উদ্দিন, তাজুল ইসলাম মানিক, শাহাদাত হোসাইন জুনাঈদী, আবু নাঈম, মোঃ আলী রিপন, জাহিদ হাসান, সৈয়দ আরমান, কামাল হোসেন,নাজিম উদ্দিন, ওয়াহিদুর রহমান বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, সংগঠনের পাশে থেকে সাধারণ মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ কে সঠিক পথে পরিচালনার জন্য উদাত্ত আহবান জানান। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা শাহ আলম ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.