ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম বোয়ালখালীর দুই শিক্ষার্থীর, সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন Logo ট্রাফিক-দক্ষিণ বিভাগের ২য় ‘ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় Logo বোয়ালখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Logo সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের দুই মাসের জন্য নির্বাহী Logo সাবেক এমপি মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা, ভাংচুর Logo আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস Logo চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। Logo ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ Logo অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান Logo বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান
ই-পেপার দেখুন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে: বিএসইসি চেয়ারম্যান

  • ঢাকা ব্যুরো
  • আপডেট সময় ১১:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৭২১ বার পঠিত

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য মার্চের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। মঙ্গলবার সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিন সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসইসি চেয়ারম্যান বৈঠকে সভাপতিত্ব করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আগামী মার্চ মাসের মধ্যে পুঁজিবাজারের জন্য সুখবর আসছে। এই সময়ের মধ্যে পুঁজিবাজারের এক্সপোজার থেকে বাদ যাবে বন্ডের বিনিয়োগ। এর ফলে বাজারে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বৈঠকে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস ওঠানোর ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আপাতত ফ্লোর প্রাইস উঠানো হবে না।’

পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসঙ্গে এসব কোম্পানির শেয়ার দর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

তবে গত কয়েকদিন গুজব ছড়ানো হয় যে, ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়। এ ব্যাপারে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আশ্বস্ত করে বলেন, ‘পুঁজিবাজারের গতি ফেরাতে বিএসইসি কাজ করছে।’

এর আগে সোমবার বিএসইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তাও গণমাধ্যমকে জানান, আপাতত পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস উঠছে না। তিনি এও জানান, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের অবস্থা ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

সূত্র:: ঢাকা-টাইমস>;.

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোয়ালখালীর দুই শিক্ষার্থীর, সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে: বিএসইসি চেয়ারম্যান

আপডেট সময় ১১:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য মার্চের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। মঙ্গলবার সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিন সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসইসি চেয়ারম্যান বৈঠকে সভাপতিত্ব করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আগামী মার্চ মাসের মধ্যে পুঁজিবাজারের জন্য সুখবর আসছে। এই সময়ের মধ্যে পুঁজিবাজারের এক্সপোজার থেকে বাদ যাবে বন্ডের বিনিয়োগ। এর ফলে বাজারে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বৈঠকে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস ওঠানোর ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আপাতত ফ্লোর প্রাইস উঠানো হবে না।’

পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসঙ্গে এসব কোম্পানির শেয়ার দর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

তবে গত কয়েকদিন গুজব ছড়ানো হয় যে, ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়। এ ব্যাপারে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আশ্বস্ত করে বলেন, ‘পুঁজিবাজারের গতি ফেরাতে বিএসইসি কাজ করছে।’

এর আগে সোমবার বিএসইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তাও গণমাধ্যমকে জানান, আপাতত পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস উঠছে না। তিনি এও জানান, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের অবস্থা ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

সূত্র:: ঢাকা-টাইমস>;.