চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীর আল্লামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসা ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) ছিলেন একজন ইসলামী ত্বরিকত চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি মুরীদ ও আশেকীনদের আত্মশুদ্ধির পথ দেখিয়ে গেছেন।
দরবারের শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আল্লামা মোহাম্মদ সৈয়দুল হক আনছারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম,
নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আলহাজ্ব মাহবুবুল আলম কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা নজির আহমদ, মাষ্টার ছাবের আহমদ, মাওলানা ইমাম উদ্দিন রহিমী, মাওলানা রুহুল আমিন রহিমী, মোহাম্মদ ইউনুচ কাদেরী প্রমূখ।
শেষে দরবার শাহ মাবুদিয়া রহিমীয়ার ছোট ছাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব কাদেরীর পরিচালনায় কিয়াম ও মিলাদ অনুষ্ঠিত হয়।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.