ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈলতলী গাজী মো.শরিফ (রহ.) মাদ্রাসার আহবায়ক কমিটি গঠিত Logo বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার Logo চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই Logo আজ ঢাকায় “হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স Logo বোয়ালখালীতে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক Logo বোয়ালখালী সৈয়দপুর বহুমূখী উচ্চ  বিদ্যালয়ের সভাপতি মোরর্শেদুল আলম Logo বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন Logo বোয়ালখালীতে পূর্বের জের ধরে বর্ষবরণে জাতীয় নাগরিক কমিটির সদস্যের উপর সন্ত্রাসী শাকিল গ্রুপের হামলা,আহত ৩ জন। Logo “‘বিশ্ব মুসলিম এক হও’: বোয়ালখালীতে হাওলা দরবারের প্রতিবাদ সমাবেশ” Logo বোয়ালখালীতে বিনামূল্যে দুটি সফল সিজারিয়ান অপারেশন: মা ও শিশু সুস্থ
ই-পেপার দেখুন

পাসপোর্ট নাগরিক অধিকার,নিজের পাসপোর্ট নিজেই করেছি।

সরাসরি পাসপোর্ট অফিসে এসে আমার পাসপোর্ট আমি নিজেই করেছি। কোন ধরনের দালাল ধরিনি। যারা সেবা প্রদান করছেন তারা খুব ভালো মনের । এমনভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যেন নিজের আপনজন। যথাসময়ে ওনারা আমার কাজটি পরিচ্ছন্নভাবে করে দিয়েছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন সেবা গ্রহীতা মাসুদুর রহমান খান এমনটি জানিয়েছেন।

সরকারী নির্দেশনা মেনে চলছে সেবা আদান-প্রদান। হজ্জ যাত্রীদের বিশেষ সেবা প্রদানের জন্য বসানো হয়েছে হজ্জ সেবা বুথ। পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের সেবা সহজীকরণ ও যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কাজ করছেন ফরম জমার কর্মকর্তা মো মোস্তাগীর আলম( উচ্চমান সহকারী), অন্যজন সুমন তালুকদার( একাউন্টিং সহকারী) সহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের জমা কাউন্টার ১০২ কক্ষে কর্মরত সুমন তালুকদার( একাউন্টিং সহকারী) বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সেবা প্রদানের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সব প্রদক্ষেপ আমাদের এখানে গ্রহন করা হয়েছে। গ্রাহকদের সুবিধার্তে তথ্য কেন্দ্র, হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা, অসুস্থব্যাক্তি ও বয়স্কদের বিশেষ সেবা দিয়ে থাকি, যেখানে অফিস বন্ধের আগ পর্যন্ত গ্রাহকদের তথ্য প্রদান করার পাশাপাশি সুবিন্যস্ত ভাবে ফাইল তৈরি করে দিচ্ছেন বুথের দায়িত্বরত ব্যাক্তি।

অধিকাংশ সাধারণ গ্রাহক পাসপোর্ট করার করতে গেলে দালালের সহযোগীতা প্রয়োজন দালালদের এই উৎপীড়ন বন্ধে কি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে কক্ষের অন্য কর্মকর্তা উচ্চমান সহকারী মো মোস্তাগীর আলম বলেন পাসপোর্ট করার ক্ষেত্রে দালালের কোন সহযোগীতা প্রয়োজন নেই। আমাদের এখানে নোটিশ বোর্ডে অনেক তথ্য দেওয়া আছে এবং গ্রাহকরা বর্তমানে অনলাইনেও সেবা পাচ্ছেন যেখানে দালালের কোনপ্রকার যোগসূত্র বিহীন গ্রাহকরা তাদের সেবা নিশ্চিত করতে পারছেন।

দালালদের অনুপ্রবেশ বন্ধে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন এবং নিজেই এই বিষয়টি তদারকি করেন বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বৈলতলী গাজী মো.শরিফ (রহ.) মাদ্রাসার আহবায়ক কমিটি গঠিত

পাসপোর্ট নাগরিক অধিকার,নিজের পাসপোর্ট নিজেই করেছি।

আপডেট সময় ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

সরাসরি পাসপোর্ট অফিসে এসে আমার পাসপোর্ট আমি নিজেই করেছি। কোন ধরনের দালাল ধরিনি। যারা সেবা প্রদান করছেন তারা খুব ভালো মনের । এমনভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যেন নিজের আপনজন। যথাসময়ে ওনারা আমার কাজটি পরিচ্ছন্নভাবে করে দিয়েছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন সেবা গ্রহীতা মাসুদুর রহমান খান এমনটি জানিয়েছেন।

সরকারী নির্দেশনা মেনে চলছে সেবা আদান-প্রদান। হজ্জ যাত্রীদের বিশেষ সেবা প্রদানের জন্য বসানো হয়েছে হজ্জ সেবা বুথ। পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের সেবা সহজীকরণ ও যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কাজ করছেন ফরম জমার কর্মকর্তা মো মোস্তাগীর আলম( উচ্চমান সহকারী), অন্যজন সুমন তালুকদার( একাউন্টিং সহকারী) সহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের জমা কাউন্টার ১০২ কক্ষে কর্মরত সুমন তালুকদার( একাউন্টিং সহকারী) বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সেবা প্রদানের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সব প্রদক্ষেপ আমাদের এখানে গ্রহন করা হয়েছে। গ্রাহকদের সুবিধার্তে তথ্য কেন্দ্র, হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা, অসুস্থব্যাক্তি ও বয়স্কদের বিশেষ সেবা দিয়ে থাকি, যেখানে অফিস বন্ধের আগ পর্যন্ত গ্রাহকদের তথ্য প্রদান করার পাশাপাশি সুবিন্যস্ত ভাবে ফাইল তৈরি করে দিচ্ছেন বুথের দায়িত্বরত ব্যাক্তি।

অধিকাংশ সাধারণ গ্রাহক পাসপোর্ট করার করতে গেলে দালালের সহযোগীতা প্রয়োজন দালালদের এই উৎপীড়ন বন্ধে কি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে কক্ষের অন্য কর্মকর্তা উচ্চমান সহকারী মো মোস্তাগীর আলম বলেন পাসপোর্ট করার ক্ষেত্রে দালালের কোন সহযোগীতা প্রয়োজন নেই। আমাদের এখানে নোটিশ বোর্ডে অনেক তথ্য দেওয়া আছে এবং গ্রাহকরা বর্তমানে অনলাইনেও সেবা পাচ্ছেন যেখানে দালালের কোনপ্রকার যোগসূত্র বিহীন গ্রাহকরা তাদের সেবা নিশ্চিত করতে পারছেন।

দালালদের অনুপ্রবেশ বন্ধে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন এবং নিজেই এই বিষয়টি তদারকি করেন বলে জানান এই কর্মকর্তা।