পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করে আসছে যুবলীগ।সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রথম রোজা থেকেই এ ইফতার বিতরণ করা হচ্ছে।
২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কার্যালয়ের সামনে প্রথম ইফতার বিতরণের মধ্য দিয়ে এই মানবিক কাজের উদ্বোধন করেছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণণের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন যুবলীগ কার্যালয়ে পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।পরে কার্যালয়ের সামনে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।যা রমজান মাসব্যাপী চলবে।
বৃহস্পতিবার ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ত্রাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় সম্পাদক রওশন জামির রানা, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, নির্বাহী সদস্য শাম্মি খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোফরান গাজী, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, সদস্য আলতাফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।